বগুড়া প্রতিনিধি : জামায়াতের ডাকা হরতালের প্রথম দিনে সকালে বগুড়ায় জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এ সময় পুলিশ ৫ রাউন্ড গুলি ছুড়ে হরতাল সমর্থনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

বৃহস্পতিবার সকালে শহরের কয়েকটি স্থানে জামায়াত-শিবির ঝটিকা মিছিল করে। তারা রাস্তায় পেট্রোল ছিটিয়ে আগুন জ্বালায়। শহরের পিটিআই মোড়ে তারা মিছিল ও পিকেটিং করে। এ সময় তারা পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে পর পর ২টি ককটেল নিক্ষেপ করে। পুলিশ শর্টগানের গুলি ছুঁড়লে তারা পালিয়ে যায়।

বগুড়া সদর থানার ওসি ফায়জুর রহমান জানান, জামায়াত-শিবির কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটালে ৫ রাউন্ড টিয়ারশেল ছোড়া হয়েছে। এছাড়া শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জন শিবিরকর্মীসহ ৮৭ জনকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে দুপচাঁচিয়া উপজেলা থেকে ২টি পাইগ গান, চারটি কার্তুজ, শেরপুর থেকে ১টি শাটার গান ও এক রাউন্ড গুলি।

(এএসবি/এনডি/অক্টোবর ৩০, ২০১৪)