স্টাফ রিপোর্টার : ফরমালিন প্রতিরোধে যাবজ্জীবন সাজার ব্যবস্থা রেখে আসন্ন বাজেট অধিবেশনেই ফরমালি রোধে আইন পাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) কনফারেন্স রুমে ‘ফরমালিন নিয়ন্ত্রণ আইন ২০১৩’ এর বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এ সময় ফরমালিন প্রতিরোধে এফবিসিসিআইয়ের তরফে মৃত্যুদণ্ডের সুপারিশ করা হলেও অর্থমন্ত্রী যাবজ্জীবন সাজার পক্ষে মত দেন।

এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহমেদের সভাপতিত্বে ওই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, আইন মন্ত্রণালয়ের সচিব শহীদুল হক, এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলি, সহসভাপতি হেলালুদ্দিন আহমেদ, সাবেক সভাপতি সালমান এফ রহমান প্রমুখ।

(ওএস/এটি/এপ্রিল ৩০, ২০১৪)