বিপুল কুমার দাস, রাজৈর : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিলপাড় ইউনিয়নের আচারপাড়া রোড সংলগ্ন বালুচরে শুক্রবার ২১ জুলাই,  সকাল দশটা ৩০মিনিটে  দিলীপ কুমার মন্ডল এর সঞ্চালনায় বনভোজন, বিনোদনের জন্য  বাউল গান, সংস্কৃতি অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউটন বসু সাংবাদিকদের জানান আমরা বন্ধু মহল ঢাকা নতুন বাজার ছইত নগর থেকে গ্রাম বাংলার মেঠো পথে বনভোজন আনন্দের উৎস হলেও এটি শারীরিক, মানসিক ও শিক্ষণীয় ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে। সাধারণভাবে দেখতে গেলে বনভোজনের অর্থ হলো বনে গিয়ে ভোজন। আসলে আগেকার দিনে রোজকার ব্যস্ত জীবন থেকে একদিন ছুটি নিয়ে বনে গিয়ে সবাই মিলে একসাথে আনন্দ করে রান্না করে খাওয়ার নামই ছিল বনভোজন। বর্তমানে বনে গিয়ে ভোজন করার রীতি বদলালেও বনভোজনের নাম, চরিত্র ও তাৎপর্য একেবারেই বদলায়নি। একথা সত্য যে জীবনের ব্যস্ততা থেকে প্রাণের নির্যাস খুঁজে নেওয়ার সবথেকে উপযোগী উপায় হলো ভ্রমণে যাওয়া।

কিন্তু মাত্র একদিনের জন্য পাওয়া অবসরে কাঙ্খিত ভ্রমণ সম্ভব নয়। সেই কারণে সকলে মিলে একদিন চেনা প্রকৃতির বাইরে কোথাও গিয়ে আনন্দের নির্যাস খুঁজে নিলে তাও ব্যস্ত জীবনের চিরাচরিত একঘেয়েমি কাটানোর জন্য সমানভাবে উপযোগী হতে পারে। সকলের সাথে একদিন একসঙ্গে মিলন এক্ষেত্রে যেমন সামাজিক বন্ধনকে দৃঢ় করে অন্যদিকে চেনা পৃথিবীর বাইরে একদিনের হাওয়া বদল মনকে তরতাজা করে তোলে।

(বিকেডি/এএস/জুলাই ২১, ২০২৩)