বগুড়া প্রতিনিধি :বগুড়ায় পুলিশ পৃথক অভিযানে ৩টি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

 

২৯অক্টোবর দিবাগত ভোরে শেরপুরের হামশাপুর থেকে পলিথিনে মোড়া পরিত্যক্ত অবস্থায় ২টি পাইপগান ও ৪রাউন্ড কার্তুজ এবং দুপচাঁচিয়া উপজেলার শারপুকুর এলাকার একটি বাগান থেকে দেশীয় তৈরী ওয়ান শুটার ও এক রাউন্ড গুলি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বগুড়ার দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন জানান, নৈশকালিন টহলকালে বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার শারপুকুরে এলাকার একটি বাগানে ডাকাতদলের অবস্থান করার সংবাদে এ অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ডাকাত দল পালিয়ে যায়। পরে এলাকাবাসির সহযোগিতায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী একটি ওয়ান শুটার ও এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ হাশমী জানান, থানার হামশাপুর এলাকার একটি চাতালের পাশে পলিথিনে মুড়ানো পরিত্যাক্ত অবস্থায় ২টি পাইপগান, ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় একটি জিডি দায়ের করা হয়েছে।

(এএসবি/এসসি/অক্টোবর৩০,২০১৪)


(এএসবি/এসসি/অক্টোবর৩০,২০১৪)