মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরা ৫শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি। জেলা ডিবি পুলিশের এস আই মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বের সঙ্গে ফোর্স  নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে জেলা সদরের ১ নং- ওয়ার্ডের কাদিরাবাদ থেকে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।

এ সময় নজরুল মোল্লা (৪৫) নামেক এক মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

জানা গেছে, এ ব্যাপারে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

(বিএসআর/এএস/জুলাই ২৪, ২০২৩)