মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর শহরের শকুনি লেকপাড়ে বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠনের অংশগ্রহণে গণ সিজার বন্ধসহ সুচিকিৎসা ব্যবস্থার দাবিতে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

সোমবার (২৪ জুলাই) বিকেলে নিরাপদ ও সঠিক চিকিৎসা চাই এবং গণসিজার বন্ধের দাবীতে মানববন্ধনে স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরা এতে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবি সংগঠন বন্ধন পরিবারের জিল্লুর রহমান, রাহাত তালুকদার সোহান, নকশি কাথার কেএম জুবায়ের হোসেন জাহিদ, তারুণ্য প্রভাতের নাসির, নব জীবন ব্লাড ডোনেশন সোসাইটির তরিকুল ইসলাম, মাতৃভূমি-চেতনার আবু তালেব ইসলাম সিফাত, ভাই ব্রাদার্স ব্লাড ডোনেশন সোসাইটির মো. রাজ, মানব সেবা ব্লাড ডোনেটের নাজমুল ইসলাম প্রমুখ।

এছাড়াও বিডি ক্লিন, নবজীবন সংগঠন স্বপ্নচূড়া, কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি, ভলান্টিয়ার বার বাংলাদেশ, বন্ধুসভাসহ নানা স্বেচ্ছাসেবি সংগঠন অংশ নেন।

মানববন্ধনের আগে লেকপাড়ের শহীদ কানন চত্ত¡রের সামনে থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে মানববন্ধনে বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠন অংশ নেন।

এসময় তারা বলেন, গণসিজার বন্ধ, সুচিকিৎসা সেবা নিশ্চিত, সেবার মান উন্নয়ন, ডাক্তারদের ব্যবহার ভালো ও আন্তরিক হওয়া, সরকারী হাসপাতালে দালাল মুক্তসহ নানা দাবী তোলেন।

(এসএসএ/এএস/জুলাই ২৪, ২০২৩)