রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে জামায়াতের হরতালের বিপক্ষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে আ.লীগ ও যুবলীগ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকালে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল হোসেন খোকন ও যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান রাসেলের নেতৃত্বে উপজেলা আ.লীগ ও যুবলীগের প্রায় শতাধিক নেতার্কর্মীরা হরতাল বিরোধী এ বিক্ষোভ মিছিল বের করে।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন খোকনের তাজমহল সড়কে দলীয় কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, পৌর আ.লীগের যুগ্ম আহ্বায়ক আইনুল করিব মনির, যুবলীগ নেতা আবুসাঈদ চৌধুরী শাকিল, প্রচার সম্পাদক দিদার হোসেন দেলুসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও জামায়াত-শিবিরের বৃহস্পতিবারের হরতালে সকাল থেকে জামায়াত-শিবিরের কোন নেতাকর্মীদের মাঠে দেখা না যাওয়ায় হরতালের কোনো প্রভাব পড়েনি রায়পুরে। তবে হরতালে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পৌর শহরের গুরুত্বপুর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়নসহ র‌্যাব-১১ টহল দিতে দেখা যায়।

রায়পুর থানার ওসি একেএম মনঞ্জুরুল হক আখন্দ বলেন, হরতালে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেম পৌর শহর থেকে শিবিরের একজনকে আটক করা হয়েছে।



(এমঅঅরিএস/এসসি/অক্টোবর৩০,২০১৪)