স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, শাহবাগ শাখা ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত পাবলিক লাইব্রেরির উন্মুক্ত চত্বরে ৬ষ্ঠ হেমন্তের বইমেলা ১৪২১ আয়োজন করেছে ।

৩০ অক্টোবর বিকেল ৪টায় বইমেলা উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মো. হাফিজুর রহমান, মহাপরিচালক (অতিরিক্ত সচিব) গণগ্রন্থাগার অধিদপ্তর। উদ্বেধনী অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করবেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি জনাব আলমগীর শিকদার লোটন।

এ বইমেলায অংশগ্রহন করবে অন্বেষা, অ্যাডর্ন, ঐতিহ্য, কথাপ্রকাশ, গদ্যপদ্য, জয়তী, জাগৃতি, তাম্রলিপি, রোদেলা, নওরোজ কিতাবিস্তান, পলল, পার্ল, পাঠক সমাবেশ, প্রগতি, প্রিয়মুখ, প্রতিভা প্রকাশ, বর্ষা দুপুর, বিশ্বসাহিত্য ভবন, মাওলা ব্রাদার্স, মুক্তদেশ, মুক্তচিন্তা, শুদ্ধস্বর, শ্রাবণ, সুবর্ণ এবং হাওলাদার প্রকাশনী।

বইমেলা চলবে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা এবং সরকারি ছুটির দিন সকাল ১১টা - রাত ৮টা পর্যন্ত। বইমেলায় ৩০% কমিশনে বই বিক্রি হবে।

(ওএস/এএস/অক্টোবর ৩০,২০১৪)