নড়াইল প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইল সদর উপজেলার বাশঁগ্রাম এলাকায় দু’গ্রুপের সংঘর্ষে মহসিন শিকদার (৩৫) নামে এক জন নিহত ১৫ জন আহত হয়েছে। আহতদের খুলনা এবং নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় ৮টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবাররাতে সদর উপজেলার রামসিদ্ধি গ্রামের একটি গ্রাম্য শালিসের মারামারিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে বাশগ্রামের মফিজুর রহমান মফি মেম্বর এবং পার্শ্ববতী ইউনিয়নের ভদ্রবিলা গ্রামের নান্না মোল্যার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে মহসিন শিকদারকে (৩৫) নড়াইল সদর হাসপাতালে চিকিৎকালে মারা যান। মহসিন রামসিধি গ্রামের জয়নাল সিকদারের ছেলে। এছাড়া অন্যান্য আহতদের নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় কলিমন গ্রামের কুদ্দুস মন্সুী, সাবু মন্সী, রফিক মুন্সী, হারুন সিকদারের বাড়িসহ অন্তত ৮টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।

মহসিন মুন্সী নিহতের খবরে এলাকায় আবারো উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় বাশগ্রামের নূর ইসলামের বাড়ির একটি খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। নূর ইসলামের স্ত্রী দাবি করেন তাদের ৫টি গরু এবং প্রতিবেশি অসহায় রেকি বেগমের ২ গরু লুট করে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম সংঘর্ষের ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

(টিএআর/এএস/অক্টোবর ৩০,২০১৪)