রবিউল ইসলাম, গাইবান্ধা : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। নারীদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে কর্মমুখী করে তুলছেন। সরকার মনে করে নারীদের এগিয়ে নিতে পারলেই দেশ আরো এগিয়ে যাবে।

আজ শুক্রবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা বিআরডিবি অফিসের আয়োজনে পল্লী পণ্য মেলা ও উদ‍্যোক্তা সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, উত্তরবঙ্গের নারীরা এখন আর না খেয়ে থাকে না। তারা নিজেরাই বিআরডিবি থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেদের পায়ে দাঁড়িয়েছে।

স্থানীয় এস, এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠে বিআরডিবি গ্রেড-১ এর মহাপরিচালক আঃ গাফফার খানের সভাপতিত্বে ও উপজেলা প্রশাসন এবং উপজেলা বিআরডিবির আয়োজনে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ‍্যুৎ, সি-সার্ক‍েল উদয় কুমার, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হাসানুজ্জামানসহ বিভিন্ন উপজেলা থেকে আগত উদ্যোক্তারা।

এর আগে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য উদ্যোক্তাদের তৈরি পণ্যের স্টল পরিদর্শন করেন।

(আর/এসপি/জুলাই ২৮, ২০২৩)