অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহের হামদহে অনুষ্ঠিত হলো বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকী  ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা। আজ শুক্রবার বিকেলে শহরের হামদহ সততাপাড়া দাদাভাই স্পোর্টিং ক্লাব মাঠে উক্ত ফাইনাল খেলায় পানি উন্নয়ন বোর্ড জুনিয়র একাদশ ১-০ গোলে পরাজিত করে কোভিড ফাইটার্স একাদশকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রাজু আহমেদ, জেলা যুবলীগের সদস্য ও তরুণ সমাজ সেবক বাসের আলম সিদ্দিকী, সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ইব্রাহীম খলীল রাজা,সুরাট ইউপি চেয়ারম্যান মো: আশরাফ হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল হাসান সোহান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি অনু, জেলা অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি এস এম তৌহিদ হাসানসহ প্রমুখ।

সততাপাড়া দাদাভাই স্পোর্টিং ক্লাবের সভাপতি রানা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেনের পরিচালনায় এবং মাজেদুর রহমান বাদলের সহযোগীতায় আয়োজনে বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের চূড়ান্ত খেলার আয়োজন করা হয়। ১৪ জুলাই থেকে শুরু হওয়া উক্ত টুর্নামেন্টে অংশ নেয় মোট ১৬টি দল।

(একে/এসপি/জুলাই ২৮, ২০২৩)