বাগেরহাট প্রতিনিধি : ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব ও লায়ন্স ফাউন্ডেশনের উদ্যোগে বাগেরহাটের রামপালের বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিন ব্যাপী বিনামুল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের জন্য রোগী বাছাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

স্থানীয় সমাজসেবক লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের ব্যবস্থাপনায় এই চক্ষু চিকিৎসা শিবিরে বাগেরহাটের দক্ষিনাঞ্চলের প্রায় ১০ হাজার রোগী প্রাথমিক চিকিৎসা ও ৬শ রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হবে। বৃহষ্পতিবার সকালে এই চক্ষু শিক্ষা শিবিরের উদ্বোধন করেন প্রবীন সমাজ সেবক আলহাজ্ব শেখ আব্দুর রহমান।

ঢাকা মেগা সিটি লাইন্স ক্লাবের প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, আলহাজ্ব লায়ন এসএম মাহাবুব আলম, পিংক সিটির সদস্য আলী আফসার, এ্যাড. শেখ তাহসীন আলী, এ্যাড. মোজাহিদুল ইসলাম প্রমূখ। প্রতিবছর এখানে লায়ন ক্লাবের উদ্যোগে ও ড. শেখ ফরিদুল ইসলামের আর্থিক সহায়তায় চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়ে আসছে।

(একে/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)