মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে পলাশবাড়ীয়া ইউনিয়নের মন্ডলগাতী গ্রামে গতকাল শুক্রবার সকালে ঘাস নিয়ে দু-পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় মন্ডলগাতী গ্রামের একটি মসজিদের গ্লাস ও বেশ কয়েকটি বসৎবাড়ী ভাঙচুরের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকালে ওই গ্রামের মোল্যাপাড়ার বাসিন্দা হালিম মোল্যা, আলী হায়দার ও পূর্বপাড়ার বশির মোল্যার জমির আইলের উপরে ঘাস রাখা নিয়ে বাকবিতন্ডা হয়।

এ ঘটনায় উভয় বাড়িতে এসে দলীয় লোকদের জানালে, দুপক্ষের লোকজনের মধ্যে উত্তপ্ত পরিবেশ বিরাজ করে। দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। একপর্যায়ে থানা পুলিশ এ সংবাদ জানতো পেরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার সকালে গনি মোল্যাকে পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একা পেয়ে মারধর করে প্রতিপক্ষের লোকজন এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত হন গনি মোল্লা। সে ওই গ্রামের আঃ সাত্তার মোল্যার ছেলে। তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।

উভয় পক্ষের আহতরা হলেন শিহাব মোল্লা (৩০), সাকিব মুন্সী (২০), মতিয়ার রহমান (৭০), মাহাবুর মুন্সী, হালিম মোল্যা, দুুুখু মোল্যা, বসির মোল্যা, রুপিয়া বেগম সহ আরো অনেকে ।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম জানান, পরিস্থিতি শান্ত এখন, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ হাতে পেলে আইন আনক ব্যবস্থা গ্রহণ করা হবে।

(বিএস/এসপি/জুলাই ২৯, ২০২৩)