বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পূর্ববিরোধের জের ধরে একই গোষ্ঠীর দুই পক্ষের লোকজনের মধ্যে গত বুধবার (২৬ জুলাই) রাতে সংঘটিত সংঘর্ষে গুরুতর আহত গোলাপ মিয়া (৬৫) আজ সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের ডেংগাবাড়ির গোলাপ মিয়া ও হাজিবাড়ির নাছির মিয়ার মধ্যে বিগত ইউপি নির্বাচনে মেম্বার পদ নিয়ে গোষ্ঠীগত দ্বন্দ্ব ও বিরোধ জেরে ওই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আহতের মধ্যে এক গ্রুপের নেতা বুকে ছুঁড়িবিদ্ধ গোলাপ মিয়া (৬৫) ও প্রতিপক্ষ পাশা মিয়া (৪০) কে আশঙ্কাজনক অবস্থায় ওইদিন রাতেই ঢাকায় পাঠানো হয়েছে। তিনদিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে আজ সন্ধ্যায় গোষ্ঠী প্রধান গোলাপ মিয়া চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান।

এদিকে এ ঘটনায় নবীনগর থানায় উভয় পক্ষ থেকে দুটি মামলা হলে, পুলিশ উভয় পক্ষের ১২ জনকে গ্রেপ্তার করে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, ‘গোলাপ মিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই যে কোন পরিস্থিতি মোকাবেলায় সাদেকপুর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

(জিডি/এসপি/জুলাই ৩০, ২০২৩)