মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে বাবার রোপনকৃত প্রায় অর্ধ শতাধিক গাছ কেটে পেলে ছেলে প্রতিবাদ করলে মাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। 

অভিযুক্ত মোঃ আব্দুল গনি (৩০) মধ্যম ব্যাগ্গা গ্রামের জসিমের পুত্র।

ঘটনাটি ঘটে আজ রবিবার সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মধ্যেম ব্যাগ্গা গ্রামে।

ভুক্তভোগী বৃদ্ধ জসিম উদ্দিন (৭০) বলেন, ধারদেনা শোধ দিতে নিজের ছেলে আব্দুল গনির কাছে কিছু জায়গা বিক্রি করেন।

বিক্রয়কৃত জায়গা সংলগ্ন সরকারি সড়কে গত কিছুদিন ধরে প্রায় ৫০ টি কলা গাছের চারা রোপন করেন। রোববার ভোর বেলা গনি সকল গাছ কেটে পেলেন এতে তার সৎ মা প্রতিবাদ করলে তাকেও পিটিয়ে আহত করেন। এ নিয়ে একাধিকবার নিজ বাবা এবং সৎ মাকে নির্যানত করে আসছে বলেও জানান প্রতিবেশীরা।

নিজ ছেলের এমন নিমর্ম নিয়াতনের বিচার চান বৃদ্ধ পিতা জসিম উদ্দিন।

অভিযুক্ত আব্দুল গনি ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, আমার জমির পাশে সরকারি রাস্তা উনি কেন গাছ রোপন করলো তাই আমি গাছ কেটে পেলেছি।

এলাকাবাসী আরো বলেন, আব্দুল গনি অত্যান্ত বেয়াদব প্রকৃতির সে এলাকার সমাজ এবং গণ্যমান্য কাউকে মানেনা, প্রায় তার বাবার ওপর কোননা কোনভাবে নির্যাতন করেই থাকে।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবপ্রিয় দাস বলেন, এমন ঘটনা শুনিনি কেউ লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

(এস/এসপি/জুলাই ৩০, ২০২৩)