বগুড়া প্রতিনিধি : জামায়াতের ডাকা হরতালের প্রথম দিনে আজ বগুড়ায় জনজীবনে কোন প্রভাব পড়েনি। অফিস আদালত, ব্যাংক বীমা অফিস খোলা ছিল। সকাল থেকেই শহরে রিক্সা, অটো চার্যার, ব্যাটারী চালিত রিক্সা, সিএনজি চলাচল করেছে। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে দূর পাল্লার কোন যানবাহন বাসস্ট্যান্ড ছেড়ে যায়নি। দুপুর পর্যন্ত শহরে অধিকাংশ দোকানটপাট বন্ধ থাকলেও বিকেলে বিভিন্ন মার্কেটে দোকান খোলা দেখা গেছে।

জেলার অন্যান্য উপজেলায় দোকানপাট ও অফিস আদালত খোলা ছিল। জামায়াতের ডাকা হরতালের বিপক্ষে আজ বৃহস্পতিবার সারিয়াকান্দি ও কাহালু উপজেলায় আওয়ামীলীগ মিছিল করেছে। কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এর নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সারিয়াকান্দিতে বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমনের নেতৃত্বে পৌর আওয়ামীলীগ হরতাল বিরোধি মিছিল বের করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে পৌর আওয়ামী লীগের সভাপতি কোরবান আলীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সকালে বগুড়ায় জামায়াত শিবিরের মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এসময় পুলিশ ৫ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে হরতাল সমর্থনকারিদের ছত্রভঙ্গ করে দেয়।

বৃহস্পতিবার সকালে শহরের কয়েকটি স্থানে জামায়াত শিবির ঝটিকা মিছিল করে। তারা রাস্তায় পেট্রোল ছিটিয়ে আগুন জ্বালায়। শহরের পিটি আই মোড়ে জামায়াত শিবির মিছিল ও পিকেটিং করে। এসময় তারা পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে পর পর ২টি ককটেল নিক্ষেপ করে। পুলিশ শর্টগানের গুলি ছুঁড়লে তারা পালিয়ে যায়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুর রহমান জানান, জামায়াত শিবির কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটালে ৬ রাউন্ড টিয়ার শেল ছোঁড়া হয়েছে। শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, বগুড়া শহরসহ সমগ্র জেলায় পুলিশ সতর্ক প্রহরায় রয়েছে। এছাড়া বিজিবির সদস্যদের টহল অব্যহত রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

(এএসবি/এএস/অক্টোবর ৩০,২০১৪)