রাজন্য রুহানি, জামালপুর : তবলায় জাতীয় পর্যায়ে ব্রোঞ্জ পদক অর্জন করল জামালপুরের শিশু শিল্পী আশফি ইসলাম। বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু প্রতিযোগিতায় তবলায় গ বিভাগ থেকে সে ৩য় স্থান অধিকার করেছে।

শনিবার (২৯ জুলাই) জাতীয় শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। ওইদিন রাতেই বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

আশফি জামালপুর শহরের কাচারী পাড়ার সংস্কৃতিকর্মী রবিউল ইসলাম রাসেলের বড় ছেলে। সে জামালপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। আশফির এ সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার, প্রতিবেশী ও জেলাবাসী।

আশফি ইসলাম প্রায় তিন বছর ধরে জেলা শিল্পকলা একাডেমীর সংগীত বিভাগের তালযন্ত্র সহকারী প্রশিক্ষক তন্ময় তনুর কাছে তবলায় তালিম নিচ্ছে ।

তন্ময় তনু বলেন, তবলা শিল্পে সফলতা পেতে দীর্ঘ সময় চর্চার প্রয়োজন। এত অল্প সময়ে দেশের ৬৪ জেলার মধ্যে ৩য় স্থান পাওয়া খুব কঠিন। চূড়ান্ত প্রতিযোগিতায় আটটি বিভাগের সকল প্রতিযোগিই সেরা। আশফির এই সাফল্যে আমি আনন্দিত। সে নিয়মিত চর্চা করলে ভবিষ্যতে আরও ভালো পর্যায়ে যেতে পারবে।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সুলতানা আহমেদ স্বপ্না বলেন, প্রতিভা অন্বেষণে শিশুদের নিয়ে সবচেয়ে বড় আয়োজন জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা। শিশুদের প্রতিভা বিকাশের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। যদিও এবছর জামালপুর জেলা আশানুরূপ ফলাফল অর্জন করতে পারেনি। তবে আশফির এ সাফল্যে শিশু একাডেমির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।

আগামী মাসে মহামান্য রাষ্ট্রপতি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান, পরিচালক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এ পদক প্রদান করবেন বলে জানা গেছে।

(আরআর/এএস/জুলাই ৩১, ২০২৩)