বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংঠনের চার নেতাকে আটক করা হয়েছে। 

সোমবার (৩১ জুলাই) মধ্যরাতে পুলিশ তাদের স্ব স্ব বাড়ি থেকে আটক করে। এ ঘটনার পর স্থানীয় বিএপিতে গ্রেপ্তার আতংক বিরাজ করছে।

পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিএনপির কিনা জানিনা। মূলত সদর থানার মামলার এই আসামীদের গ্রেপ্তারে আমরা কেবল সদরের পুলিশকে সহযোগিতা করেছি। তবে উপজেলা বিএনপি এ ধরণের আটকের নিন্দা জানিয়ে গ্রেপ্তার হওয়া নেতাদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন।

জানা গেছে, সোমবার মধ্যরাতে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে আকস্মিক এক অভিযান চালায়। ওই অভিযানে পৌর এলাকার আলীয়াবাদ গ্রাম থেকে উপজেলা বিএনপির সদস্য গোলাম কিবরিয়া শিবলী ও পৌর যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন অনিককে বাড়ি থেকে আটক করা হয়।

এদিকে একই সময়ে পুলিশ উপজেলার পশ্চিমাঞ্চলে অভিযান চালিয়ে সলিমগঞ্জের নিলক্ষী থেকে স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল ও বড়িকান্দির মুক্তারামপুর থেকে বড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেনকে পুলিশ আটক করে।

একরাতে পুলিশের এই আকস্মিক অভিযানে বিএনপির চার নেতা আটকের খবর ফেসবুকে ছড়িয়ে পড়লে, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে গ্রেপ্তার আতংক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান বলেন, 'মূলত বিএনপির চলমান আন্দোলনে যাতে বিএনপির নেতাকর্মীরা অংশ নিতে না পারে, সেজন্যই এই গণ গ্রেপ্তার চলছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়ে এসব 'গায়েবী' মামলায় গ্রেপ্তার হওয়া নেতাদের দ্রুত মুক্তির দাবি করছি।'

নবীনগর থানার ওসি মাহাবুব আলম আজ দুপুর ১২ টার দিকে বলেন, 'ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মামলায় আসামী থাকা চারজনকে গ্রেপ্তারে সদর পুলিশকে আমরা কেবল সহযোগিতা করেছি। এখন এরা বিএনপি না অন্য দল করে, সেটি আমরা অবগত নই।'

তিনি আরও জানান, গ্রেপ্তার কৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(জিডি/এসপি/জুলাই ৩১, ২০২৩)