হবিগঞ্জ প্রতিনিধি : ভারতের ত্রিপুরা রাজ্যের সিঙ্গিছড়া বিএসএফ ক্যাম্পের অদূরে লাতাই এলাকায় ভারতীয়দের হাতে নিহত তিন বাংলাদেশির মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের কেদারাকোট এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে তিনজনের মরদেহ হস্তান্তর করা হয়।

মরদেহ হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নাছির উদ্দিন আহমেদ ও ভারতের পক্ষে ১০ বিএসএফ এর কমান্ডেন্ট বিরেন্দ্র বাজপেয়ী উপস্থিত ছিলেন।

গাজীপুর ইউপি চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম স্বজনদের পক্ষ থেকে নিহতদের মরদেহ গ্রহণ করেন।

মঙ্গলবার রাতে ভারতের সিঙ্গিছড়া বিএসএফ ক্যাম্পের অদূরে লাতাই এলাকায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করে ভারতীয়রা।

(ওএস/অ/অক্টোবর ৩০, ২০১৪)