কালিয়া প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।

আহতদেরকে নড়াইল সদর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোকজনের ৪টি বাড়ি ভাংচুর ও লুট হয়েছে। ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান,বাশগ্রাম ইউপি চেযারম্যান জাহাঙ্গীর মোল্যা ও একই এলাকার নড়াইল জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি নাজমুল মোল্যার মধ্যে এলাকার আধিপত্য বিস্তারের লড়াই চলে আসছিল দীর্ঘিদন। তারই জের ধরে বাঁশগ্রাম,কলিমন,রামসিদ্ধি,ও ভদ্রবিলা সহ কয়েকটি গ্রামের লোক ওনদিন সকাল সাড়ে ৬ টার দিকে সংঘর্ষে লিপ্ত হলে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলে ভদ্রবিলা রামসিদ্ধি গ্রামের মহাসিন সিকদার (৪৩) নিহত হন।

সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ২০জন আহত হয়েছেন। গুরুতর আহতরা হলেন বাঁশগ্রামের ইকবাল (৩২), মতিয়ার (২২), ইসরাইল (৩০) এবং রামসিদ্ধি গ্রামের খাজা মোল্যা(৩৫), বাচ্চু মোল্যা (৫০), জামসেদ মোল্যা (৪৫), ও আমজেদ মোল্যা (৬৫)। আহতদের নড়াইল সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে আমজাদ মোল্যা (৬৫) র একটি পা প্রতিপক্ষের দায়ের কোপে বিচ্ছিন্ন হয়ে গেছে।
আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।

সংঘর্ষ চলাকালে বাশগ্রামের রফিক মুন্সির বাড়িসহ ৪টি বাড়িতে প্রতিপক্ষের লোকজন ভাংচুর চালিয়েছে।

কালিয়া থানার ওসি মোঃ মতিয়ার রহমান বলেছেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ অভিযোগ দেয়নি। কাউকে আটক করা হয়নি।

(এমএইচএম/এসসি/অক্টোবর৩০,২০১৪)