মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : বিটিভি নোয়াখালী উপকেন্দ্রের অধীনে, কুমিল্লার মনোহর গঞ্জে, সহকারী কমিশনার ভূমি এনামুল হাসানের নেতৃত্বে একটি অবৈধ ক্যাবল অপারেটর মিজান ক্যাবল নেটওয়ার্ক নামের একটি প্রতিষ্ঠানকে ৫০০০০ টাকা জরিমানা করা হয়।

এই সময় প্রসিকিউটর হিসেবে দ্বায়িত্ব পালন করেন বাংলাদেশ টেলিভিশন নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স ইন্সপেক্টর আকরাম উল ইসলাম। বিটিভি এর লাইসেন্স ইন্সপেক্টর বলেন সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মিজান ক্যাবল নামের প্রতিষ্ঠানটি অবৈধভাবে ক্যাবল ব্যবসা পরিচালনা করে আসছে।

৩১ জুলাই সোমবার বেলা দুপুর ১ টায় কুমিল্লার মনোহর গঞ্জে বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এই সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ টেলিভিশন নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স ইন্সপেক্টর আকরাম উল ইসলাম।

অভিযানে নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স ইন্সপেক্টর আকরাম উল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেয়।

অবৈধ ক্যাবল নেটওয়ার্ক /ক্যাবল অপারেটরের বিরুদ্ধে বাংলাদেশ টেলিভিশন এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশ টেলিভিশন নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স ইন্সপেক্টর আকরাম উল ইসলাম।

(আইইউএস/এএস/আগস্ট ০২, ২০২৩)