নিউজ ডেস্ক : ঘরের মেঝে তো প্রায় প্রতিদিনই পরিষ্কার করা হয় এর জন্য আবার বিশেষ দিনের দরকার কী, মনে মনে নিশ্চয়ই এমনটিই ভাবছেন! তবে বিষয়টি হাস্যকর হলেও আজ কিন্তু ‘ক্লিন ইওর ফ্লোরস ডে’। প্রতি বছর ৩ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে পালিত হয় দিবসটি।

যদিও মেঝে পরিষ্কার করা একটি ক্লান্তিকর কাজ, তবে এটি জরুরি। আপনার ঘরের মেঝে যদি পরিষ্কার থাকে তাহলে বিভিন্ন রোগব্যাধি থেকেও নিস্তার পাবেন।

যদিও প্রতিদিন মেঝে পরিষ্কার করা উচিত, তবে কর্মব্যস্ততার খাতিরে অনেকেই তা পারেন না। তবে আজকে সময় পেলে ঘরের মেঝে খুব ভালোভাবে পরিষ্কার করুন।

এ দিনটি মার্কিনরা তাদের মেঝে খুব ভালোভাবে পরিষ্কার করে উদযাপন করেন। মেঝে পরিষ্কার করা গুরুত্বপূর্ণ কারণ, ঘরের মেঝে সবচেয়ে বেশি নোংরা হয়। এর থেকে অনেকের ডাস্ট অ্যালার্জির সৃষ্টি হয়।

অ্যালার্জি প্রতিক্রিয়া কমাতে মেঝে নিয়মিত পরিষ্কার রাখা একটি অপরিহার্য কাজ। ধুলা, পোষা প্রাণীর পশম, খুশকি, পরাগসহ অন্যান্য ক্ষুদ্র সব অ্যালার্জেন মেঝেতে দ্রুত জমা হতে থাকে।

আর নিয়মিত পরিষ্কার না করলে মারাত্মক অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে। আর অবশ্যই ঘর পরিষ্কারের সময় স্যানিটাইজার বা ফ্লোর ক্লিঞ্জার ব্যবহার করুন।

সর্বপ্রথম ২৮০০ খ্রিস্টপূর্বাব্দে মিশরীয়রা সাবান আবিষ্কার করে। তখন তারা সাবান তৈরি করতে চর্বিতে ক্ষারীয় লবণ যোগ করতো। যা তারা গোসল ও ঘরের মেঝে পরিষ্কারের জন্য ব্যবহার করা শুরু করে। ১৯৫০ সালে প্রথম ডিটারজেন্ট ব্যবহার প্রচলিত হয়।

তথ্যসূত্র : ন্যাশনাল টুডে

(ওএস/এএস/আগস্ট ০৩, ২০২৩)