বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে দীঘা ইউনিয়নে ৩ নংবিট পুলিশ মহম্মদপুর থানার আয়োজনে, উপজেলা দীঘা ইউনিয়ন পরিষদ ভবনে আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিনে ওপেন হাউজ ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলার সহকারী পুলিশ সুপার শালিখা সার্কেল মো. মোস্তাফিজুর রহমান। দীঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোকন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক বোরহান উল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন মহম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সি রাসেল হোসেন, দীঘা ইউনিয়ন ৩ নং বিট পুলিশের এস আই আব্দুল জব্বার। বিট পুলিশের অফিসার বৃন্দ এবং ইউনিয়ন পরিষদের সকল সদস্য মহিলা সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/আগস্ট ০৩, ২০২৩)