মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডাঃ জুবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের দেয়া রায়ের’ প্রতিবাদে পুলিশি বাধা ডিঙিয়ে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। 

শুক্রবার (৪ আগষ্ট) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুমআ’র নামাজের পর শহরের পশ্চিমবাজার জামে মসজিদের সামনে থেকে জেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি পুরাতন হাসপাতাল সড়ক হয়ে চৌমুহনা এলাকায় যেতে চাইলে পুরাতন হাসপাতাল সড়কের কর-কমিশনারের কার্যালয়ের সামনে পৌঁছা মাত্র পুলিশি বাধার মূখে পড়ে। এসময় উত্তেজিত নেতাকর্মীরা মুর্হুমুহু শ্লোগানে প্রকম্পিত করে তুলেন। পরে পুলিশি বাধা ডিঙিয়ে নেতাকর্মীরা সেখানেই সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করেন।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা আশিক মোশাররফ, মো.হেলু মিয়া, প্রথম যুগ্ন সম্পাদক ফখরুল ইসলাম, যুগ্ন সম্পাদক শামিম আহদ, সাংগঠনিক সম্পাদ বকসী মিছবাউর রহমান. সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, জেলা যুবদল সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি আশিক মোশাররফ বলেন, তারেক রহমানকে নির্বাচনের বাইরে রাখতে সরকারের উপর মহলের ফরমায়েশ অনুযায়ী এই রায় দেওয়া হয়েছে। যেদেশে এক যুগে সাংবাদিক সাগর রুনি দম্পতি হত্যার প্রতিবেদন দিতে পারেনি। সেখানে মাত্র ৪০ কার্যদিবসে এই রায় দেওয়া হয়েছে। এতেই সরকারের দুরভিসন্ধি প্রমানিত হয়েছে। এধরণের ফরমায়েশি রায় এদেশের জনগণ মানে না।

(একে/এএস/আগস্ট ০৪, ২০২৩)