কুষ্টিয়া প্রতিনিধি : কুমিল্লা থেকে ছিনতাইকৃত একটি বাস সাড়ে ৭ মাস পর কুষ্টিয়ায় উদ্ধার করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।

জানা যায়, কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার দুর্গাপুরের একটি গ্যারেজ থেকে গত ১৮ মার্চ রাতে হেলপার সুমনের হাত-পা বেঁধে বাসটি নিয়ে যায় দৃর্বৃত্তরা। এ ঘটনায় বাসের মালিক থানায় মামলা দায়ের করেন। পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।

ডিবির এসআই শাহ কামাল আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলায় অভিযান চালানো হয়। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা সদরের ভজলপুর বাসস্ট্যান্ড থেকে ছিনতাইকৃত বাসটি উদ্ধার করা হয়।

এসময় ওই গাড়ির চালক কুষ্টিয়া সদরের বাসস্ট্যান্ড সংলগ্ল এলাকার শাহ আবুল, হেলপার উজ্জ্বল, চুয়াডাঙ্গার সুরুত আলীসহ ৪ জনকে আটক করা হয়। বাসটির রং বদল করে এবং ভুয়া নম্বর ব্যবহার করে কুষ্টিয়া-রংপুর সড়কে ছিনতাইকারীরা বাসটি চালাতো।

(কেকে/এসসি/অক্টোবর৩১,২০১৪)(কেকে/এসসি/অক্টোবর৩১,২০১৪)