আসাদ সবুজ, বরগুনা : বরগুনায় মেধাবী ছাত্র হৃদয় হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে করে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় বরগুনা পৌর সুপার মার্কেটের সামনে সদর রোডে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে নিহত হৃদয়ের মা ফিরোজা বেগম, বাবা দেলোয়ার হোসেনসহ স্থানীয় অনেক লোক উপস্থিত ছিলেন।

২০২০ সালের ২৫ মে ঈদের দিন বিকেলে পায়রা নদীর পাড়ে গোলবুনিয়া বন্ধুদের সাথে ঘুরতে গেলে পূর্ব শত্রুতার পাশাপাশি হৃদয়ের সাথে থাকা এক বান্ধবীকে অভিযুক্তরা উত্যক্ত করলে হৃদয় প্রতিবাদ করেন।এতে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হলে অভিযুক্তরা হৃদয়সহ তার কয়েকজন বন্ধুকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে অভিযুক্তরা। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত হৃদয়কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মারা যায়।

মৃত্যুরপর মা ফিরোজা বেগম ২০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেপ্তারকৃত আসামীদের কয়েকজন জামিনে ছাড়া পেয়ে বিভিন্ন সময় হৃদয়ের পরিবারের সদস্যদেরকে জীবন নাশের হুমকি দিচ্ছে বলে হৃদয়ের মা অভিযোগ করেন। মানববন্ধনে দ্রুত আসামিদের বিচার ও হুমকি দাতাদের জামিন বাতিল করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

নিহত হৃদয় বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছেলে। হৃদয় বরগুনা সরকারি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটের ১০ম শ্রেণির ছাত্র ছিলো।

(এএস/এসপি/আগস্ট ০৫, ২০২৩)