আসাদ সবুজ, বরগুনা : বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া লঞ্চ টার্মিনাল থেকে মাদক পাচার কালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) হাতে স্বামী স্ত্রীসহ তিন জনকে আটক করা হয়েছে। এসময় আটককৃতদের সাথে থাকা সাইড ব্যাগে মধ্য থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে র‍্যাব।

রবিবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ৮ দিকে গোপন সংবাদের ভিক্তিতে লঞ্চ টার্মিনালে অভিযান চালিয়ে তাদের আটক করে এবং তাদের সাথে থাকা সাইড ব্যাগ তল্লাশী করে এ মাদক উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারী'রা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমনগন্ডা ইউনিয়নের মৃত পনু মিয়ার ছেলে জামাল মিয়া (২৪), জমির আলীর ছেলে রফিক বিহারী (৩০) এবং রফিক বিহারীর স্ত্রী হাজেরা বেগম।

মাদক কারবারিদের আটক করে পাথরঘাটা থানায় সোপর্দ করে র‍্যাব। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব আটের ১৩ সদস্যের অভিযানিক দলের নেতৃত্ব দেন পটুয়াখালীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি নাজমুল হক।

আটককৃত মাদক কারবারি ওই তিন জনের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(এএস/এএস/আগস্ট ০৬, ২০২৩)