বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : জিয়াউর রহমানের মরনোত্তর বিচার ও কানাডার আদালতে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে আজ সোমবার দুপুরে মানববন্ধন পালিত হয়েছে। নবীনগর উপজেলা যুবলীগের উদ্যাগে দুপুর ১২ টার দিকে বৃষ্টির মধ্যেই স্থানীয় ডাক বাংলো প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি সামস আলমের সভাপতিত্বে এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সাবেক জিএস হাজ্বী খাইরুল আমীন, হাবিবুর রহমান হাবিব, যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, জামাল হোসেন পান্না, এম চঞ্চল সরকার, রুহুল আমীন চিশতী প্রমুখ।

বক্তারা সাবেক প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানের মরনোত্তর বিচার ও কানাডার আদালতে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার পাশাপাশি তারেক জিয়াকে অবলম্বে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করারও জোর দাবি জানান।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের হাতে যুবলীগের দাবি সম্বলিত একটি 'স্মারক লিপি' প্রদান করা হয়।

(জিডি/এসপি/আগস্ট ০৭, ২০২৩)