নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা ট্রাফিক অফিস কর্তৃক (মে ও জুন) দুই মাসে মোট ৬৪ লক্ষ ১২ হাজার ৪ শত টাকা সরকারী রাজস্ব খাতে জমা প্রদান করেন।

জেলা ট্রাফিক ইনেসপেক্টর (এডমিন) সৈয়দ মাহাবুবুর রহমান (জাতিসংঘ পদক প্রাপ্ত) জানানেই টাকার উৎস বিভিন্ন যানবাহনের মামলা যেমন অবৈধ মটর সাইকেল, হেলমেট বিহীন, ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য আনুষাঙ্গিক বিবিধ সুনির্দিষ্ট খাত থেকে। যার মধ্যে রয়েছে জড়িমানা, লাইসেন্স বিহীন গাড়ীচালানো, সড়ক পথে আইন অমান্য- অবৈধ্য গাড়ী পার্কিং, ইত্যাদি ইত্যাদি ।

জেলা ট্রাফিক কার্যালয় থেকে জানা গেছে গত মে ২৩ইং মাসে মামলা হয়েছে ১ হাজার ৯০০ টি। এ পর্যন্ত মামলা নিস্পত্তি হয়েছে ৭৬৪টি-এবং উল্লেখিত মাসে জড়িমানা আদায় হয়েছে ৩৩ লক্ষ ০৭ হাজার ৫শ টাকা।

অনুরুপভাবে গত জুন ২০২৩ ইং মাসে বিভিন্ন যানবাহনের উপর মামলা হয়েছে৮ শ ৮০টি এবং নিষ্পত্তি হয়েছে ৮ শ ৪৫ টি। এ সময় জড়িমানা আদায় হয়েছে ৩৪ লক্ষ ৪ হাজার ৯০০ টাকা।

ময়মনসিংহ ট্রাফিক ইনেসপেক্টর (এডমিন) সৈয়দ মাহাবুবুর রহমান জানান, এসকল টাকা প্রজাতন্ত্রের রাজস্ব খাতে জমা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, ময়মনসিংহের সড়ক পথে বে-পরোয়া গাড়ী / বাইক চালনার বিরুদ্ধে ময়মনসিংহ জেলা ট্রাফিক বিভাগ থেকে বিশেষ অভিযান অব্যাহত আছে / থাকবে যাতে সড়ক পথে সাধারন মানুষ নির্বিগ্নে ও সাচ্ছন্দ্যপুর্ন ভাবে চলতে পারে। ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক ময়মনসিংহ ট্রাফিক বিভাগকে সব সময় জনগনের সেবায় নিয়োজিত।

(এনআরকে/এসপি/আগস্ট ০৮, ২০২৩)