কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : "সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

বোয়ালমারী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দুঃস্থ নারীদের মধ্যে আর্থিক সহয়তা প্রদান এবং কর্ম সৃজনের লক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী প্রমূখ ।

এর আগে বঙ্গমাতার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

আলোচনা সভা শেষে সমাজের প্রান্তিক শ্রেণির ৭ জন দুঃস্থ নারীর কর্ম-সংস্থানের লক্ষ্যে ৭ টি সেলাই মেশিন ও ২ নারীকে ২ হাজার করে আর্থিক সহয়তা প্রদান করা হয়।

এছাড়াও সদ্য ঘোষিত বোয়ালমারী পৌর আওয়ামী লীগের উদ্যোগে পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক, পৌর মেয়র সেলিম রেজা লিপন, যুগ্ম আহ্বায়ক আলী আকবর আলী, এম এ মতিন প্রমুখ। এসময় পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বঙ্গমাতা ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেণু। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে স্বপরিবারে নির্মমভাবে শাহাদাৎ বরণ করেন।

(কেএফ/এসপি/আগস্ট ০৮, ২০২৩)