স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : এইচএসসি পরীক্ষা পিছানোর দাবিতে যশোরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। আজ মঙ্গলবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশগ্রহণ করে যশোর বোর্ডের আওয়াতাধীন বিভিন্ন কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীরা।

এ সময় উপস্থিত পরীক্ষার্থীরা পরীক্ষা পিছানোর দাবিতে স্লোগান দিতে থাকে। তাদের দাবি পরীক্ষার তারিখ পেছানোর নয় তো ৫০ মার্কের পরীক্ষা নেওয়া। সারাদেশে ডেঙ্গুর প্রভাব বিস্তার লাভ করা সহ ১৪ মাসের ভিতরে তারা তাদের সিলেবাস সম্পন্ন করতে পারেনি বলেও অভিযোগ করে।

এ সময় বক্তব্য রাখে সরকারি মাইকেল মধুসূদন কলেজের ছাত্র তাহসিন রুবায়েন খান, আল হেরা ডিগ্রি কলেজের ছাত্রী সুমাইয়া শৈলীসহ আরো অনেকে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি দড়াটানা ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।

(এসএ/এসপি/আগস্ট ০৮, ২০২৩)