স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোর বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে জেলা প্রশাসকের হল রুমে নানা কর্মসূচির আয়োজন করা হয়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল, আর্থিক সহায়তা প্রদান, সেলাই মেশিন বিতরণ, অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ বেলাল হুসাইন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এবং রাজস্ব তুষার কুমার পাল, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা মিলি, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি লাইজু জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আনিসুর রহমান প্রমুখ।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে জেলার মোট ৬০ জনকে সেলাই মেশিন, ৪০ জনকে দুই হাজার টাকা করে অর্থিক সহায়তা ও ৭০ টি মহিলা সেচ্ছাসেবী সংগঠনকে ২০ লাখ টাকা অনুদানের চেক প্রদান করা হয়।

(এসএমএ/এএস/আগস্ট ০৮, ২০২৩)