স্টাফ রিপোর্টার : সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে ৭ কোটি টাকা আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা মামলা চার্জ শুনানির জন্য আগামি ৩১ জুলাই দিন ধার্যা করেছেন আদালত।

বুধবার মামলাটিতে হাইকোর্টের আদেশ দাখিলের জন্য দিন ধার্যছ ছিল। কিন্তু হাইকোর্টে মামলাটি শুনানি না হওয়ায় আদেশ দাখিলের জন্য সময়ের আবেদন করেন তার আইনজীবী তাহিরুল ইসলাম তৌহিদ।

শুনানি শেষে ঢাকার দ্বিতীয় বিশেষ জজ আদালতের বিচারক হোসনেআরা বেগম সময়ের আবেদন মঞ্জুর করে হাইকোর্টের আদেশ দাখিলসাপেক্ষে চার্জ শুনানির জন্য এ দিন ধার্যই করেন।

শুনানির সময় মওদুদ আহমেদ আদালতে হাজির ছিলেন না। তিনি হাজির হতে সময়ের আবেদন করেছিলেন।

২০১২ সালের ১৫ জানুয়ারি প্রায় ৭ কোটি টাকা আয়কর ফাঁকির অভিযোগে মওদুদের বিরুদ্ধে মামলাটি করেন জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার শাহ মুহাম্মদ ইত্তেদা হাসান।

মামলায় মওদুদের বিরুদ্ধে ১৯৯৬ সালের ১ জুলাই থেকে ২০০৬ সালের ৩০ জুন সময়কালের মধ্যে ৯টি করবর্ষে ২৭ কোটি ৬৮ লাখ ৮১ হাজার ৭৮ টাকার আয় গোপন করে তার উপর প্রযোজ্য ৬ কোটি ৮৫ লাখ ৬০ হাজার ৮৪৫ টাকা আয়কর ফাঁকির অভিযোগ আনা হয়।

এ মামলায় মওদুদ ওই বছরের ১৬ জানুয়ারি হাইকোর্ট থেকে ২ মাসের অর্ন্তবর্তীকালীন জামিন পান। পরবর্তীতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে হতে জামিন নেন।

(ওএস/এটি/এপ্রিল ৩০, ২০১৪)