রিপন মারমা, কাপ্তাই : রাঙ্গামাটি জেলার টানা বর্ষণ শহরের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রিত মানুষের পাশে দাঁড়িয়েছে খাদ্য মন্ত্রণালযয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় রাঙ্গামাটি সংসদীয় আসনের নির্বাচিত সাংসদ  সদস্য দীপংকর তালুকদার এমপি।

গেল (১০ আগস্ট) দুপুরে রাঙ্গামাটি হতে সড়কপথে কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউপি এলাকাধীন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বেলা পোনে ১২ টার সময় আগমন করলে এসময় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাই ব্যবস্থাপক এটিএম আব্দুরজ্জাহেরসহ উপস্থিত সকলের ফুলেল শুভেচ্ছা জানান, দীপঙ্কর তালুকদার এমপি কে। এমপি দীপঙ্কর তালুকদার বিদ্যুৎ কেন্দ্রে আসার পর গত কয়েক দিনের প্রবল বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা কাপ্তাই হ্রদে কচুরিপানার বিশাল জট বাধার দৃশ্য পিডিবি'র স্পীলওয়ে থেকে দাঁড়িয়ে কাপ্তাই হ্রদে কচুরিপানার কারনে হ্রদ পথে যান চলাচল অবরুদ্ধ হওয়ার চলমান সমস্যা পর্যবেক্ষণ করেন।

পরে দুপুরে বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপকের কক্ষে কচুরিপানা নিরসন কল্পে এক বৈঠকের আলোচনা করেন দীপংকর তালুকদার বলেন, ২০১৭ সালের যে পাহাড় ধসের ঘটনা ঘটেছে সেই অভিজ্ঞতায় কাজে লাগিয়ে আগে থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। রাঙ্গামাটি জেলা উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশের সদস্যরা দীর্ঘ ছয় দিন কষ্ট করে কোন ধরনের জান-মালের ক্ষতি যেন না হয়।

দীপঙ্কর তালুকদার আরও উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সরকার থেকে দুর্গতদের জন্য যতটুকু প্রয়োজন ততটুক দেওয়া হবে। অনেকে ব্যক্তিগত থেকে ত্রাণ সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আপনাদের সহযোগিতার হাত প্রসারিত করুন। এই দুর্যোগে মানুষের পাশে থাকাটাই হচ্ছে মানবতা। সেসময় উপস্থিত ছিলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাই ব্যবস্থাপক আব্দুরজ্জাহের, কাপ্তাই জোন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নূর উল্লাহ জুয়েল-পিএসসি, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, কাপ্তাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, বিজিবি প্রতিনিধি, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এমপি দীপঙ্কর তালুকদার দুপুর দেড়টা থেকে কাপ্তাই উচ্চ বিদ্যালয়, চন্দ্রঘোনা ইউনিয়ন ও ওয়াগ্গা ইউনিয়ন এলাকাসহ তিনটি আশ্রয় কেন্দ্রে অতিবর্ষনে কারণে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে দুপুরের খাবার ও কম্বল বিতরণ করেন। বিতরণ শেষে দুপুর আড়াইটার সময় এমপি দীপঙ্কর তালুকদার রাঙ্গামাটির উদ্দেশ্যে কাপ্তাই উপজেলা ত্যাগ করেন।

(আরএম/এএস/আগস্ট ১১, ২০২৩)