বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ওয়ার্ড আ’লীগ নেতা মোয়াজ্জেম হোসেন (৫৩) হত্যার ঘটনায় তার পুত্র মোঃ ফারুক বাদি হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেছে। শুক্রবার দুপুরে মামলায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কামরুল হুদা উজ্জ্বলসহ ২ জনকে গ্রেফতার এবং ঘটনাস্থল থেকে ১০টি গুলির খোসা উদ্ধার করেছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ফায়জুর রহমান জানান, মোয়াজ্জেম হোসেন হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ মামলায় কামরুল হুদা উজ্জ্বল ও পলাশকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বগুড়া সদরের শাখারিয়ার ইউনিয়নের নুরুলের বিলের বালু উত্তোলন ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় স্থানীয় আনন্দ বাজারে পূর্বশত্রুতার জের ধরে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোয়াজ্জেম হোসেনকে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতলে নিলে চিকিৎসকরা মৃত ঘোষনা করে।

(এএসবি/এটিআর/অক্টোবর ৩১, ২০১৪)