মাদারীপুর প্রতিনিধি: “এলাকার ঝুকিপূর্ণ পরিবার সমূহের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা ও প্রাকৃতিক দূর্যোগের প্রভাব হ্রাস করা” এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলায় বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন  বাংলাদেশ কালকিনি এডিপির সার্বিক পরিচালনায়  বুধ ও বৃহস্পতিবার ২ দিনব্যাপি এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কালকিনি উপজেলার নবগ্রাম, ডাসার, গোপালপুর, কাজিবাকাই, বালিগ্রাম শিকারমঙ্গল ও কালকিনি পৌরসভাসহ ৭টি ইউনিয়নের ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কালকিনি এডিপির আওয়াতাধীন বিভিন্ন প্রকল্পের সহয়তাকারী ৬০ জন দূর্যোগকালীন প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণে অংশ নেয়।

কালকিনি এডিপির স্পনসরশীপ প্রকল্পের ভারপ্রাপ্ত ম্যানেজার জর্জ উৎপল বৈদ্য প্রশিক্ষনের উদ্বোধন করেন। এসময় বক্তব্য রাখেন প্রজেক্ট অফিসার কমল পাল, স্টিফেন হেমব্রম এন্ড্রু রায়, ফিলিপ হক প্রমুখ।

(এএসএ/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)