চাটমোহর (পাবনা) প্রতিনিধি : নানা জল্পনা-কল্পনা মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে দীর্ঘ একযুগ বৃহস্পতিবার পাবনার চাটমোহর পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে ঘিরে নেতাকর্মী সমর্থকদের মাঝে ছিল উৎসব মুখর পরিবেশ।

প্রথম পর্বে স্থানীয় ডাক বাংলো চত্বরে অনুষ্ঠিত সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু।

সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আ’লীগের প্রবীন নেতা ভাষাসৈনিক অ্যাডভোকেট গৌর চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল রহিম লাল, বাবু চন্দন কুমার চক্রবর্তী, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পিপি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু।

অন্যানের মধ্যে বক্তব্য দেন, সাবেক এমপি আলহাজ এ্যাড. একেএম সামসুদ্দিন খবির, বিএমএ পাবনা জেলা সভাপতি ডাঃ গোলজার হোসেন, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ময়েজ এসএম নজরুল ইসলাম প্রমুখ। কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন খন্দকার মাহাবুব এলাহী বিশু ও হেলাল উদ্দিন। কাউন্সিলের ২য় পর্বে পৌর আ’লীগের সভাপতি-সম্পাদক নির্বাচনের জন্য ভোট গ্রহন পর্বে অনুষ্ঠিত হয়।

সভাপতি-সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমঝোতা না হওয়ায় বিকেল ৪ টায় ভোট গ্রহণ শুরু হয়। ১৫১ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। নির্বাচনে সাবেক সভাপতি মো. নাজিম উদ্দিন মিয়া (ছাতা) ১০১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইছাহক আলী মানিক (চেয়ার) ৪৯ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মির্জা আবু হায়াত মোহাম্মদ কামাল (জুয়েল মির্জা) (মাছ) ১২৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল্লাহ আল মামুন সরকার (মই) ২৭ ভোট পান। একটি ভোট বাতিল হয়েছে।

ভোটগ্রহন শেষে রাত সাড়ে ৭টার দিকে সভাপতি হিসেবে সাধারণ সম্পাদক এর নাম ঘোষণা করেন এম সাইদুল হক চুন্নু। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।

(এসএইচএম/এটিআর/অক্টোবর ৩১, ২০১৪)