রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে একটি আশ্রয়ণ প্রকল্পে মদ খেয়ে মাতলামির অভিযোগে আলম মিয়া (৫২) নামে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৩ আগস্ট) রাত পৌণে ৯টার দিকে সদর উপজেলার কেন্দুয়ায় অবস্থিত আশ্রয়ণ প্রকল্পে চলা অভিযানে এ দণ্ড দেন সদর উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান।

দণ্ডপ্রাপ্ত আলম মিয়া কেন্দুয়া ইউনিয়নের পশ্চিম কুটামনি গ্রামের মো. আফসার শেখের ছেলে।

এ বিষয়ে নির্বাহী অফিসার জানান, এলালাকাবাসীর অভিযোগ পেয়ে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রাত পৌণে ৯টার দিকে মদ খেয়ে মাতলামির সময় মাদকসেবী আলম মিয়া ধরা পড়েন।

তিনি আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ১১ (১) ধারা ভঙ্গের অপরাধে একই আইনের ৩৬(৫) ধারায় তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা করেন কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেলসহ এলাকার সচেতন মানুষেরা।

(আরআর/এএস/আগস্ট ১৪, ২০২৩)