রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ডিস লাইনের বিল নিয়ে ডিসকর্মচারীর মারধরে হাফিজুর রহমান (৩২) নামে এক মাইক্রোবাসের ড্রাইভার নিহত হয়েছেন। ঘটনার পর পালিয়ে গেছেন সৌরভ (২৫) নামে অভিযুক্ত ওই ডিসকর্মচারী। তবে তাঁকে গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় জামালপুর পৌর শহরের রামনগর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমান ওই গ্রামের শাহাজাহান মিয়ার ছেলে। তিনি তিন সন্তানের জনক। অভিযুক্ত সৌরভ একই এলাকার শহিদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে হাফিজুরের কাছে ডিস লাইনের বিল আনতে যান সৌরভ। হাফিজুর তাঁকে ৫শ টাকা দিয়ে একশ টাকা রাখতে বলেন। সৌরভ দুইশ টাকা রেখে তিনশ টাকা হাফিজুরের মেয়ের কাছে পাঠিয়ে দেন। এ নিয়ে তাঁদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সৌরভ রেগে হাফিজুরকে বেদম মারধর করেন। আহত হাফিজুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত হাফিজুরের স্ত্রী কল্পনা বেগম জানান, সকালে রামনগর গ্রামের ডিস কর্মচারী সৌরভ বিল নেয়ার জন্য বাড়িতে আসেন। আমার স্বামী তাঁকে পাঁচশ টাকার নোট দিলে সৌরভ দুইশ টাকা নিয়ে চলে যান। একশ টাকা বকেয়া থাকলেও দুইশ টাকা নেয়ায় বাকি ১শ টাকা সৌরভের কাছে ফেরত আনতে যান। এ নিয়ে পথের মধ্যে তাঁদের দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ডিস কর্মচারী সৌরভের এলোপাতাড়ি মারধরে হাফিজুর মাটিতে লুটিয়ে পড়েন।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত সৌরভকে ধরতে মাঠে নেমেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(আরআর/এএস/আগস্ট ১৪, ২০২৩)