রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আওয়ামী লীগসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, ধর্মীয় প্রার্থনালায়ে দোয়া, স্কুল-কলেজে চিত্রাঙ্কন, বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি ও প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করে জেলা আওয়ামী লীগ। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। এছাড়া সারা জেলায় দিনব্যাপী এতিম দুস্থদের মধ্যে রান্নাকরা খাবার বিতরণ করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অপরদিকে, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন। এদের মধ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠন উল্লেখযোগ্য।

(আরআর/এসপি/আগস্ট ১৫, ২০২৩)