স্টাফ রিপোর্টার : দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি এখন মাজাভাঙ্গা দল। তাদের মাজায় জোর নাই।

তিনি বলেন, জামায়াতও নির্জীব হয়ে যাচ্ছে। একটা একটা করে ফাঁসি হবে আর আরও নির্জীব হবে। তবে তাদের কিন্তু দু-একটা সন্ত্রাসী আছে। তাদের চিরতরে ধ্বংস করতে হবে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘ঢাকা যার ক্ষমতা তার। এটা কিন্তু বুঝতে হবে। আওয়ামী লীগের মূল দল বাদ, আমাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গেও বিএনপি পাল্লা দিতে পারবে না।’

যৌথসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওছার।

(ওএস/এটিআর/অক্টোবর ৩১, ২০১৪)