আদমদীঘিতে বার্মিজ চাকুসহ যুবক গ্রেপ্তার
আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে স্টীলের বার্মিজ চাকুসহ আমিরুল ইসলাম (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে আদমদীঘি ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আমিরুল ইসলাম বগুড়া জেলার কাহালু উপজেলার কালুসাকাটিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, প্রতিদিনের ন্যায় রাত্রিকালীন নিরাপত্তা ডিউটি করছিল পুলিশ। মঙ্গলবার আদমদীঘি ব্রীজ এলাকায় পাকা রাস্তার দিয়ে এক যুবক হেঁটে যাচ্ছিলেন। এসময় তার আচরণ সন্দেহ হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করে। এরপর তাকে তল্লাশি করে একটি স্টীলের বার্মিজ ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলায় আদালতে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, তার নামে সাভার থানায় একটি অস্ত্র আইনে মামলা ও কাহালু থানায় একটি মাদক মামলা রয়েছে।
(এস/এসপি/আগস্ট ১৬, ২০২৩)