নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ১৩টি প্রাতিষ্ঠানিক এবং ১টি উন্মুক্ত বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদের পুকুরে এ মাছের পোনা অবমুক্ত করেন সংসদ সদস্য মো.শহীদুজ্জামান সরকার বাবলু। 

উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এবং উপজেলা রাজস্ব খাত থেকে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আইয়ুব আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. ফরহাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রকৌশলী মো. সুমন মাহমুদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, বিআরডিবি কর্মকর্তা রামানন্দ সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মিলন কুমার, উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আইয়ুব আলী বলেন,এবার এ উপজেলার ১৩টি প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান ও ১টি বিলে ৩৮৫ দশমিক ৯৬ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

(বিএস/এসপি/আগস্ট ১৬, ২০২৩)