নগরকান্দা প্রতিনিধি : নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ব্রহ্মনডাঙ্গা আলিম মাদ্রাসার অফিস সহকারী আলমগীর সরদার (৪৮) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। 

তথ্য সুত্রে জানা যায়, আজ বুধবার আলমগীর ব্যাক্তিগত ও মাদ্রাসার গাইড, খাতাপত্র ক্রয়ের জন্য মটরসাইকেল যোগে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গরুর হাট সংলগ্ন মোটরসাইকেল চালিয়ে বিশ্বরোডে উঠতে গেলে টাকাগামী দোলা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

স্বজন এনামুল সরদার বলেন ১০.৩০ ঘটিকায় আমার সাথে মুকসুদপুর বাজার থেকে বিশ্বরোডে উঠার সময় দেখা হয়। সে মোটরসাইকেল চালিয়ে বিশ্বরোডে উঠতেছিল হঠাৎ একটা বিকট শব্দ হয় তাকিয়েই দেখতে পেলাম দোলা পরিবহন নামক গাড়ি আমার ভাইয়ের মটরসাইকেলে ধাক্কা মারে আমি দৌরে যাওয়ার আগেই অজ্ঞাতনামা গাড়িটি পালিয়ে যায়। আমি তাৎক্ষনিকভাবে বাড়িতে ফোন দেই ও আমার ভাইকে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। আমার ভাইয়ের অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে পৌছানমাত্রই তার মৃত্যূ হয়।

আলমগীর সরদার পুরাপাড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে। তার দুইটি ছেলে ও দুইটি মেয়ে রয়েছে।

ব্রহ্মনডাঙ্গা আলিম মাদ্রাসার সুপার আসাদুজ্জামান বলেন আমার মাদ্রাসার অফিস সহকারী আলমগীর তার ব্যাক্তিগত কাজে মুকসুদপুর যাওয়ার জন্য আমার কাছে ছুটি চায়, আমি তাকে অনুমতি দেই এবং বলি আসার সময় কয়টা গাইড ও খাতা নিয়ে এসো। পরে জানতে পারি মুকসুদপুর থেকে ফেরার সময় তার এক্সিডেন্ট হয় গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে সেখানে তার মৃত্যূ হয়।

(পিবি/এসপি/আগস্ট ১৬, ২০২৩)