দিলীপ চন্দ, ফরিদপুর : জাতীয় শোক দিবস  উপলক্ষে বাংলাদেশ  মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইসহাকের সভাপতিত্বে  এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ বুধবার বেলা ১২টায় ‌স্থানীয় মুক্তিযোদ্বা কমপ্লেক্স ভবনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক,সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, জেলা মুক্তিযুদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। কোন মেজরের বাঁশিতে এ দেশ স্বাধীন হয়নি। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধাদের পুনর্বাসনে অনেক কাজ করে গেছেন বাকি কাজ তারই যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন। মুক্তিযোদ্ধাদের ভাতাসহ অন্যান্য সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। প্রত্যেক জেলা ও উপজেলায় মুক্তিযোদ্ধাদের আর্থিক ও আবাসিক পুনর্বাসনের জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন তৈরি করা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধারা সার্বিক সহযোগিতা পায। আর তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

(ডিসি/এসপি/আগস্ট ১৬, ২০২৩)