স্টাফ রিপোর্টার : আইন বিচার ও সংসদ বিষয়ক মত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন মধ্যযুগীয় এ বিচার ব্যবস্থা দিয়ে ১৬ কোটি মানুষের বাংলাদেশ এগুতে পারবে না।

বুধবার দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের অবকাঠামোগত অনেক সমস্যা আছে। আদিম বিচার ব্যবস্থা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এজন্য বিচার ব্যবস্থায় প্রয়োজনীয় সংশোধনীও আনা প্রয়োজন। প্রয়োজনে অবসরপ্রাপ্ত বিচারকদের যুক্ত করে এবং মর্নিং ও ইভিনিংয়ে এক ঘণ্টা করে কোর্টে বেশি সময় দিয়ে এ জট কমাতে হবে। পাশাপাশি প্রচুর পরিমাণে বিচারক ও স্টাফ নিয়োগ করতে হবে।

তিনি আরো বলেন, কেবল আইন সংশোধন করে নয়, বিচারকরা সময়মতো কোর্টে উঠলে আর সময়মতো নামলে মামলার এ জট অনেকখানি কমিয়ে আনা সম্ভব। আইন রিফর্ম করার পুরো বিষয়টি রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করছে। এ জন্য বিচারক, আইনজীবী ও সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে করতে হবে।

(ওএস/এটি/এপ্রিল ৩০, ২০১৪)