নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় চার বছর আগে এক মসজিদের সামনে থেকে চাচা ও ভাতিজাক গুলি করে হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রবিবার (২০ আগস্ট) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জেসমিন আরার আদালত এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- হানিফ ওরফে হৃদয়, কাইয়ুম মিয়া ও এনামুল হাসান মিয়া। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রায়ে আসামি আউয়াল মোল্লা ও রেজাউল মাতুব্বরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

রায়ের প্রতিক্রিয়ায় নিহত রওশনের ছেলে গোলাম রসুল বিপ্লব বলেন, এ মামলায় রায়ে আমরা আংশিক সন্তুষ্ট। তবে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের রায় দ্রুত কার্যকরের দাবি জানাই। আমরা খালাস পাওয়া আসামিদের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো।

উল্লেখ্য, এলাকার আধিপত্য নিয়ে বিরোধের জেরে ২০১৯ সালে নগরকান্দার মধ্য কাইচাইল মাদরাসা মসজিদে রওশন আলী ও তার ভাতিজা মিরাজুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় এ মামলা দায়ের করেন তাদের আত্মীয় শিক্ষানবিশ আইনজীবী গোলাম রসুল বিপ্লব।

এ রায়ে নিহত মিরাজুল ইসলামের বড় বোন মোসাঃ আসমা শহীদ সন্তোষ প্রকাশ করেছে। তবে পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নিকট অনুরোধ জানান।

(পিবি/এসপি/আগস্ট ২০, ২০২৩)