স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষা বুঝতে পারেননি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার জেলহত্যা দিবসের কর্মসূচি সফল করার উদ্দেশ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জরুরি বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন যথাসময়ে নির্বাচন হবে। আমি বলছি ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না।

উল্লেখ্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিদ্যুৎ না থাকার কারণে নাসিম তার প্রধান অতিথির বক্তব্য এক মিনিটেই শেষ করেন।


(ওএস/এইচআর/নভেম্বর ০১, ২০১৪)