বরগুনা প্রতিনিধি : বরগুনা জেলার সমগ্র উপকূলীয় এলাকা গ্রীষ্মের শুরুতেই তীব্র খরার কবলে পড়েছে। প্রখর রোদ আর অব্যাহত তপ্ত হাওয়ায় অস্থির হয়ে পড়েছে জনজীবন। অব্যাহত তাপদাহে অতিষ্ট হয়ে উঠেছে দক্ষিনাঞ্চলের জীবনযাত্রা।

সকাল থেকে আগুনে পুড়ে যাচ্ছে উপকূলয়ীঞ্চলের পথ ঘাট মাঠ। কলাপাড়া আবহাওয়া অফিসের তথ্য মতে, গত এক সপ্তাহের বেশি সময় ধরেই ক্রমাগত তাপপ্রবাহ শুরু হয়েছে এ অঞ্চলে। এক সপ্তাহ ধরে এ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রী সেলসিয়াসে উঠানামা করছে। সঙ্গে লঘু হাওয়াও বইছে। গতবুধবার বরগুনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রী সেলসিয়াস। একইদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস। সূর্যের তাপে উত্তপ্ত হয়ে উঠে উপকূলীয় অঞ্চলের পথঘাট। ফলে সকাল থেকে ক্রমাগত সূর্যতাপে অতিষ্ঠ হয়ে উঠে জনজীবন। তীব্র তাপপ্রবাহে দুপুরে এঅঞ্চলের পথঘাট, হাটবাজার ফাঁকা হয়ে পড়ে। কমে যায় লোকসমাগম। আগামী দুই একদিনের মধ্যে বৃষ্টিপাত না হলে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে কলাপাড়া আবহাওয়া অফিস জানিয়েছে। দিনভর আগুন ঝরা তাপদাহে সকাল থেকেই একান্ত প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছেন না। তীব্র গরমে প্রাণিকূলেও নেমে এসেছে চরম অস্থিরতা।
(এমএইচ/এএস/এপ্রিল ৩০, ২০১৪)