বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈর উপজেলার আলমদস্তার এলাকায় ২১আগস্ট সোমবার বিকাল সাড়ে ৪ টার সময় রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা তার অফিসের লোকজন ও পুলিশ প্রশাসন সাথে নিয়ে ভ্রাম্যমান

কোর্ট এর মাধ্যমে নকল প্রসাধনী কারখানায় ব্যাপক অভিযান চালিয়ে কারখানার মালিক মোঃ এমারত মীর ও তার স্ত্রী কে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে এবং প্রায় ১ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ করে এবং জব্দকৃত নকল প্রসাধনী রাজৈর পৌর সভার রাস্তায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে নষ্ট করা হয়।

এ ব্যাপারে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা সা়ংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই নকল প্রসাধনী কারখানার সন্ধান পেয়ে, ভ্রাম্যমান মোবাইল কোর্ট এর মাধ্যমে ব্যাপক অভিমান চালিয়ে, কারখানার মালিক আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং জব্দকৃত নকল প্রসাধনী রাজৈর পৌর সভার রাস্তায় এনে বুলডোজার্ দিয়ে গুড়িয়ে নষ্ট করে দেয় হয়।

(বিকেডি/এএস/আগস্ট ২২, ২০২৩)